যৌন হেনস্তার শিকার রুয়েট ছাত্রীর মামলা দায়ের

পাঁচ বখাটের নামে মামলা দায়ের করেছেন যৌন হেনস্তার শিকার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেই ছাত্রী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন তিনি।

আসামীরা সবাই অজ্ঞাত। মামলা দায়েরের পর অভিযুক্তদের সনাক্ত করে পাকড়াও করতে মাঠে নেমেছে পুলিশ।

রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী নগরীর উপশহর এলাকার বাসিন্দা।

রয়েট থেকে বাসায় ফেরার পথে গত ১৯ আগস্ট ব্যাটারিচালিত ইজিবাইকে তাকে যৌন হেনস্তা করে একদল বখাটে।

এনিয়ে পরে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন ওই ছাত্রী। দ্রুত সেটি ভাইরাল হয়ে যায়। ওই স্ট্যাটাস নজরে আসে নগর পুলিশের। এরপর থেকেই স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে আরএমপি।

গত মঙ্গলবার ওই ছাত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন নগর গোয়েন্দা পুলিশের কর্তারা। পরে মামলা দায়েরে করেন ওই ছাত্রী।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন জানান, মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাতনামা ৫ জনকে।

এদের মধ্যে ইজিবাইক চালকও রয়েছেন। অভিযুক্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত ১০ আগস্ট রাতে নগরীর সোনাদিঘীর মোড়ে প্রকাশ্যে বখাটেরা যৌন হেনস্তা করে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) সহকারী অধ্যাপক রাশিদুল ইসলামের স্ত্রী তাবাসসুম ফারজানাকে।

প্রতিবাদ করায় বখাটেরা লাঞ্ছিত করে ওই শিক্ষককে। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও ওই শিক্ষককের রক্ষায় এগিয়ে আসেনন নি কেউ।

এনিয়ে দেশত্যাগের কথা জানিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া শিক্ষক রাশিদুল ইসলাম।

এ ঘটনায় ১৬ আগস্ট আট জনের নামে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন ওই শিক্ষকের স্ত্রী।

১৯ আগস্ট রাতে জড়িত তিন বখাটেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বিএ-০১/২১-০৮ (নিজস্ব প্রতিবেদক)