চলতি মাসেই স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে রাসিক

চলতি মাসের ২৪ হতে ২৯ তারিখ ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বিষয়ে রাসিকের ওয়ার্ড স্বাস্থ্য সুপারভাইজারদের এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

এ কার্যক্রমে স্কুলের ক্ষুদে ডাক্তার ৫-১৬ বছর বয়সী সকল শিশুর ওজন, উচ্চতা, দৃষ্টিশক্তি পরীক্ষা করবে। রাসিকের স্বাস্থ্যকর্মীরা এ কার্যক্রমে সহায়তা করবে।

রাসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। প্রধান অতিথির তিনি বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন।

ইপিআই কার্যক্রমে দেশে বারবার ১ম স্থান অর্জন করেছে এ প্রতিষ্ঠানটি। স্বাস্থ্যসেবায় সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাসিকের স্বাস্থ্যকর্মীরা। ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের সমন্বয় করতে অনুরোধ জানান তিনি।

সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোহা: নাসির উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

সভায় বোয়ালিয়া থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদ হাসান, মতিহার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, বোয়ালিয়া, সহকারি থানা শিক্ষা অফিসার রোজী খন্দকার, রাসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খন্দকার উম্মুল খায়ের ফাতিমা, ডাঃ মোঃ মোমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন রাসিকের ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা শেখ আরিফুল হক।

বিএ-১৮/২২-০৮ (নিজস্ব প্রতিবেদক)