কারাগারের প্রচীর টপকেও পার পেলেন না কয়েদি

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের উঁচু প্রাচীর টপকেও পার পেলেন না ওমর কিস্কু (২৬) নামের ওই কয়েদি।সোমবার সকাল ১০টার দিকে কারাগার থেকে পালিয়ে যান আদিবাসী ওই যুবক।

এর আড়াই ঘণ্টার মাথায় দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ।

ওমর কিস্কু জেলার গোদাগাড়ী উপজেলার শিমলা দীঘিপাড়ার বাসিন্দা। গোদাগাড়ীর এক শিক্ষিকাকে গণধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয় তার। ২০১১ সাল থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ওই যুবক।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন খান জানান, রাজশাহী কেন্দ্রীয় কারাগার কয়েদি ওমর কিস্কু পালিয়ে যাওয়ার বিষয়টি পুলিশকে জানায়।

সঙ্গে সঙ্গে ওই কয়েদীকে ধরতে পুরো থানা এলাকায় চিরুনী শুরু করে পুলিশ। আড়াই ঘণ্টা পর নগরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার নামে নতুন করে মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আবারো তাকে কারাগারে ফেরৎ পাঠানো হয়।

বিএ-১৭/২৬-০৮ (নিজস্ব প্রতিবেদক)