রাজশাহীতে পাহারাদারের হাত-পা বাঁধা মরদেহ মিললো পুকুরপাড়ে

রাজশাহীর তানোরে হাত-পা বাধা অবস্থায় রইস উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার মঠপুকুরিয়া মাঠের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই পুকুরের পাহাদার ছিলেন রইস উদ্দিন।

নিহত রইস উদ্দিন উপজেলার পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে স্থানীয়রা পুকুর পাড়ে পাহারাদারের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরের দিকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

ওসি আরো বলেন, তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির ইজারা নেয়া পুকুর পাহারা দিতেন রইস উদ্দিন।

রোববার দিবাগত রাতের কোন এক সময় মাছধরার জাল এবং জালের রশি দিয়ে পাহারাদারের হাত ও পাসহ শরীর পেঁচিয়ে ফেলে। পরে হত্যা করে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তবে পাহারাদার খুন হলেও পুকুর থেকে মাছ চুরি হয়নি। ফলে হত্যাকাণ্ডের কারণ নিয়ে এখনো ধোঁয়াশায় পুলিশ। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিএ-০১/০২-০৯ (নিজস্ব প্রতিবেদক)