রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূ মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান শাপলা খাতুন (২৩) নামের ওই গৃহবধূ।

শাপলা খাতুন জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরের হাসিবুল ইসলামের স্ত্রী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর ওই রামেক হাসপাতালে আসেন তিনি। এরপর থেকেই হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন শাপলা।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিজ বাড়িতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন শাপলা খাতুন। অসুস্থ্য অবস্থায় গত ৪ সেপ্টেম্বর তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।

৩৮ নম্বর ওয়ার্ডে রেখেই তার চিকিৎসা চলছিলো। সোমবারে সকালে তার অবস্থার অবনতি ঘটে। ওই সময় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর সোমবার ‘শক সিনড্রোমে’ শাপলা খাতুনের মৃত্যু হয়েছে।

এদিকে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজশাহীতে মৃত্যুর সংখ্যা এনিয়ে দুইজনে দাঁড়ালো। এর আগে গত ১২ আগস্ট রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক নামের এক যুবকের মৃত্যু হয়।

মালেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাউসনগর গ্রামের গোলাম নবীর ছেলে। রাজধানী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তিনি সেখানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন। ঈদের ছুটিতে বাড়ি এসে রামেক হাসপাতালে তিনি ভর্তি হন।

বিএ-১৫/০৯-০৯ (নিজস্ব প্রতিবেদক)