ডেঙ্গুতে রামেক হাসপাতালে বৃদ্ধার মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন রওশন আরা (৬০) নামের এক বৃদ্ধা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। মৃত রওশন আরা কৃষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

মৃতের স্বজনরা জানিয়েছেন, ৮ অক্টোবর রওশন আরার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। কুষ্টিয়া থেকে গত ১০ সেপ্টেম্বর তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ১২ অক্টোবর তাকে আইসিইউতে নেয়া হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ইসলাম ফেরদৌস বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রওশন আরা মারা গেছেন। শনিবার বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। এদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।

তিনি আরও বলেন, হাসপাতালে এখন পর্যন্ত মোট ৬৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরে গেছেন ৬৫৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন।

সর্বশেষ শনিবার সকালে মারা যান কুষ্টিয়ার রওশন আরা। এর আগে গত ১২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে রামেক হাসপাতালে স্থানান্তর হয়ে আসার পর আবদুল মালেক নামের একজন ডেঙ্গু রোগীর মৃত্যুর হয়। তিনি রাজধানী ঢাকায় গিয়ে আক্রান্ত হয়েছিলেন। ৯ সেপ্টেম্বর শাপলা বেগম নামের এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনিও আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বিএ-০১/১৪-০৯ (নিজস্ব প্রতিবেদক)