রাজশাহীতে নির্মাণ হচ্ছে দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরাল

রাজশাহীতে নির্মাণ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এটি নির্মাণ হচ্ছে সিএন্ডবি মোড়ে। এই ম্যুরালটি দেশের সর্ববৃহৎ মুরাল হবে বলে জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। এই ম্যুরাল নির্মাণে ব্যয় হবে ৫ কোটি টাকা।

শনিবার সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ম্যুরাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

ওই সময় মেয়র লিটন বলেন, রাজশাহীতে বঙ্গবন্ধুর যে ম্যুরাল নির্মাণ হবে, এটি হবে দেশের মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে সুন্দর।

দৃষ্টিনন্দন ডিজাইনে বঙ্গবন্ধুকে জীবন্ত করে তোলা হবে। আগামী বছরের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এই ম্যুরালেই শ্রদ্ধা জানানো হবে।

ভিত্তি প্রস্থরস্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাসিকের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর মতিউর রহমান মতি, প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ।

বিএ-০৩/১৪-০৯ (নিজস্ব প্রতিবেদক)