পচা-বাসি খাবার রাখায় আড্ডা, রিলিস ও অ্যারোরাকে জরিমানা

রাজশাহীর অভিজাত শপিংমল থিম ওমর প্লাজায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পচা-বাসি খাবার রাখার দায়ে ওই শপিংমলের তিনটি ফাস্টফুড রেস্তরাঁকে জরিমানা করা হয়।

এছাড়া পরবর্তীর জন্য সতর্কও করে দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ জানান, দুপুরে এই অভিযান চলে। অভিযান পরিচালনাকালে তিনটি ফাস্টফুডের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এগুলো হলো, আড্ডা, রিলিস ও অ্যারোরা রেস্তরাঁ। হাসান আল মারুফ বলেন, এসব ফাস্টফুড রেস্তরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিল।

এছাড়া ফ্রিজের মধ্যে পচা-বাসি খাবার মিলেছে। যে কারণে পাঁচ হাজার টাকা করে তিনটি ফাস্টফুড রেস্তরাঁকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, জনসচেনতনা সৃষ্টিতে আগামী ২২ সেপ্টেম্বর ভোক্তা অধিকার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ নিয়ে শুনানিও অনুষ্ঠিত হবে।

বিএ-১৩/১৮-০৯ (নিজস্ব প্রতিবেদক)