স্লুইস গেইটে আটকে আছে তিনটি মরদেহ

রাজশাহীর চারঘাটে বড়াল নদীর স্লুইস গেইটে আটকে রয়েছে তিনটি মরদেহ। শুক্রবার সকালে স্লুইস গেইটে কচুরিপানায় মরদেহগুলো আটকে থাকতে দেখেন স্থানীয়রা।

মরদেহগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।

নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী বলে জানা গেছে।

জেলার পুঠিয়া ফায়ার স্টেশনের একটি দল ওই মরদেহ উদ্ধার অভিযানে গেছে।

সেখানটার টিম লিডার মোজাহার হোসেন বলেন, দূর থেকে ওই তিনটি মরদেহ আটকে থাকতে দেখা যাচ্ছে।

তবে কচুরিপানায় সেগুলো আটকে রয়েছে। প্রচন্ড স্রোত থাকায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত উদ্ধারকাজ শুরু করা যায়নি।

রাজশাহী সদর থেকে উদ্ধারকারী আরেকটি দল এলো উদ্ধার অভিযানে যাবেন দমকল কর্মীরা।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‍সুমিত কুমার কুণ্ডু জানান, সকালে কচুরিপানার মধ্যে মরদেহগুলো ভেসে এসে স্লুইচগেটে আটকায়। লোকজন মরদেহগুলো দেখে থানায় খবর দেন।

ধারণা করা হচ্ছে, উজান থেকে মরদেহগুলো ভেসে এসে এখানে আটকেছে।

তিনটি নয়, সেখানে চারটি মরদেহ থাকতে পারে। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। পচে যাওয়ায় মরদেহগুলো সনাক্ত করা যাচ্ছেনা।

বিএ-০১/২০-০৯ (নিজস্ব প্রতিবেদক)