রাজশাহীতে যে কারণে সাময়িকভাবে বন্ধ বিলিয়ার্ড ক্যাফে রেস্টুরেন্ট

রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রয়েল বিলিয়ার্ড ক্যাফে রেস্টুরেন্ট সাময়িকভাবে বন্ধ করেছে রাজশাহী ভোক্তা আধিকার অধিদফতর।

রোববার দুপুর দুইটার দিকে রাজশাহীর বিভাগীর কার্যলয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, পদ্মা গার্ডেন এলাকায় রয়েল বিলিয়ার্ড ক্যাফে রেস্টুরেন্ট কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করছিলো।

খাবারের মধ্যে, ফ্রিজের মধ্যে ও রান্নাঘরে তেলাপোকা পাওয়া যায়, পচা নষ্ট গাজর ব্যবহার করছিল এবং কাঁচা মাংস ও চাইনিজ আইটেম একই সাথে ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, এবিষয়ে আগামী ২৬ তারিখ সকাল ১০ টায় ভোক্তা অধিকার কার্যলয়ে এ বিষয়ে এক শুনানী হবে সেখানে তাদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিএ-১০/২২-০৯ (নিজস্ব প্রতিবেদক)