রাজশাহীতে অভিযানে ১৩৫৬ বস্তা সরকারী চাল পেলো দুদক

রাজশাহীর একটি চাল কলের গুদামে মজুদ এক হাজার ৩৫৬ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে

দুর্নীতি দমন কমিশন-দুদক নগরীর বিসিক এলাকার মের্সাস চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গুদাম থেকে এই চাল জব্দ করে।

অভিযানে নেতৃত্ব দেন দুদক রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন।

তিনি গণমাধ্যমকে বলেন, দুদক হট লাইনে অভিযোগ পেয়ে মের্সাস চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গুদামে অভিযান চালায় দুদক।

এসময় ওই গুদামে খাদ্য অধিদপ্তরের এক হাজার ৩৫৬বস্তা পাওয়া যায়।

তবে গুদাম মালিক দাবি করেছেন, দুটি সরকারী বাহিনীর সদস্যদের রেশনের চাল তারা কিনে নিয়েছেন।

কিন্তু এই দাবির উপযুক্ত প্রমাণ তারা দেখাতে পারেননি। ফলে আপতত চাল জব্দ করা হয়েছে।

দুদকের ভাষ্যমতে, সরকারি অধিদফতরের চাল সিলকৃত বস্তায় বাইরে বিক্রির সুযোগ নেই। এটি বিধি সম্মত নয়। সেই কারণে চালগুলো জব্দ করা হয়েছে।

এগুলো কিভাবে এই মিলে এসেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বিএ-১২/২৫-০৯ (নিজস্ব প্রতিবেদক)