রাজশাহীতে মানসিক প্রতিবন্ধির আত্মহত্যা

ফাইল ছবি

রাজশাহীতে পুরান আলী (৪০) নামের এক মানসিক প্রতিবিন্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বড়বনগ্রাম এলাকা থেকে মরদেহ উদ্ধার করে শাহমখদুম থানা পুলিশ।

নিহত পুরান আলী বড়বনগ্রাম শেখপাড়ার সাদরুল ইসলামের ছেলে।

ময়নাতদন্তের জন্য বুধবার বেলা ১১টার দিকে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

নিহতের মা আজেমা বেগমে একই এলাকার আনসার আলীর গৃহকর্মী ছিলেন। ছেলেকে নিয়ে আনসার আলী বাড়িতেই থাকতেন তিনি।

আজেমা বেগম জানান, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন পুরান। তার নয় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। মানসিক সমস্যা প্রকট হওয়ায় আট মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

সবার অজান্তে গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এর আগেও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

শাহমখদুম থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মরদেহ রামেক হাসপাতালে নেয়া হয়েছে। এনিয়ে থানায় অপমৃত্যু মামলা হচ্ছে।

বিএ-১২/০২-১০ (নিজস্ব প্রতিবেদক)