নবম বর্ষে পা রাখলো রেডিও পদ্মা

আট বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করলো দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা। সোমবার রাতে রেডিও পদ্মা ভবনে কেক কেটে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন রেডিও পদ্মার চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর জিএম মুরতুজা, স্টেশন ম্যানেজার সাহানা পারভিন, প্রধান অনুষ্ঠান প্রযোজক সোহান রেজাসহ বিভিন্ন কল কৌশুলিরা।

এই দীর্ঘ সময় পথ চলায় সাথি হিসেবে যারা ছিলেন এবং বর্তমানে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কো-অর্ডিনেটর জিএম মুরতুজা ও স্টেশন ম্যানেজার সাহানা পারভিন।

আগামীতে সকল শ্রোতা, শুভাকাঙ্খি ও সকল কুশলি রেডিও পদ্মাকে আরো এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে সবসময় পাশে থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

উল্লেখ্য, রাজশাহী থেকে দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা’র আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় ২০১১ সালের ৭ অক্টোবর। তৎকালিন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ অনুষ্ঠানিকভাবে রেডিও পদ্মা’র সম্প্রচারের উদ্বোধন করেছিলেন।

বিএ-১২/০৭-১০ (নিজস্ব প্রতিবেদক)