যে কারণে ক্ষমা চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিনু

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার দুপুরে তার নিজের ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি ভিডিও আপলোড করেন তিনি।

সেখানে তিনি জানান, সম্প্রতি দলীয় সমাবেশকালীন ‘সময় কম থাকায়’ তাড়াহুড়ো করে প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি ওই বক্তব্য দেন। একে ‘স্লিপ অব টাং’ দাবি করে এর জন্য ক্ষমা চান তিনি।

এর আগে গত ১২ অক্টোবর রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মিনু আপত্তিকর বক্তব্য দেন।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে ঘিরে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর ওই আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, রাজশাহীকে হঠাৎ করেই অশান্ত করতে চাইছেন বিএনপি নেতা মিনু। প্রধানমন্ত্রী সম্পর্কে এমন আপত্তিকর বক্তব্য দিতে তাই তার একটুও বুক কাঁপেনি।

আগামীতে এরকম আপত্তিকর বক্তব্য দিলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের নেতারা।

https://www.facebook.com/barendraexpress/videos/977976562579882/

বিএ-১০/১৫-১০ (নিজস্ব প্রতিবেদক)