রাজশাহীতে কিশোর গ্যাং’র প্রধান বৃত্ত গ্রেফতার

রাজশাহীর পুঠয়িায় কিশোর অপরাধ চক্ররে নারী সদস্যরে পর গ্যাং প্রধান মাহফুজুর রহমান (২৩) ওরুফে বৃত্তকে গ্রেফতার করেছে পুলশি।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজলোর বানশ্বের সরকারি কলজেরে প্রধান ফটকরে সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত, মাহফুজুর রহমান ওরুফে বৃত্ত উপজলোর পৌর এলাকার বাসন্দিা ও ব্যাংক র্কমর্কতা আতাউর রহমানরে ছলে। বষিয়টি নশ্চিতি করছেনে মামলার তদন্তকারী র্কমর্কতা (আইও) ও পুঠয়িা থানার এস আই সাজ্জাদ হোসনে।

সাজ্জাদ হোসনে জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যায় উপজলোর পৌর এলাকার কৃষ্ণপুর মহল্লায় অবস্থতি একটি পরত্যিক্ত ভবনে তিনি কিশোরকে আটকে রেখে নর্যিাতন করা ছাড়াও গ্যাংয়রে নারী সদস্য জোরর্পূবক ভিডিও ধারণ করে জিম্মি করে ২০ হাজার টাকা চাঁদাদাবী করে।

তারা কৌশলে পালিয়ে এসে পরের দিন রোববার বৃত্তকে প্রধান আসামি করে চাঁদাবাজরি মামলা দায়রে করনে। মামলার পর চক্রটি এক নারী সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করা হয় তাদরে জজ্ঞিাসাবাদে গ্যাংয়রে মাস্টার মাইন্ড মাহফুজুর রহমান ওরুফে বৃত্ত বলে তারা পুলশিকে জানয়িছেন।

এছাড়াও ঘটনার কথা স্বীকার করে গ্রেফতারকৃত নারী সদস্য সাকলিা খাতুন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান এস আই সাজ্জাদ।

বিএ-১৮/২২-১০ (নিজস্ব প্রতিবেদক)