রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে কবির হোসেন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বুধবার রাজশাহীর বিশেষ জজ আদালত ১-এর বিচারক মোসাম্মৎ ইসমত আরা এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করের আদালত। অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয় তাকে।

দণ্ডিত কবির হোসেন জেলার গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় ঘুণ্টিঘর এলাকার বাসিন্দা। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম।

মামলার বিবরণের বরাত দিয়ে শফিকুল ইসলাম জানান, ২০১৬ সালের ৪ মার্চ ২০০ গ্রাম হেরোইনসহ কবির হোসেনকে গ্রেফতার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

ওই দিনই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী শফিকুল আরো বলেন, সাক্ষ্য-প্রমাণের পর আদালত কবির হোসেনকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিএ-১৩/৩০-১০ (নিজস্ব প্রতিবেদক)