রাজশাহীতে অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী পলিটেকনিকে অধ্যক্ষ ফরিদউদ্দিন আহম্মেদকে লাঞ্ছিতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জিরোপয়েন্ট এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে ছাত্রমৈত্রী।

এসময় মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে নগর ছাত্র মৈত্রীর সভাপতি এএইচএম জুয়েল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবু।

নগর ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সম্রাট রায়হানের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও রাসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, মহানগর ছাত্র মৈত্রীর সহ-সভাপতি হিমেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ইখতেয়ার প্রামানিক, রাজশাহী কলেজ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সোহেল, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, শামিম ইমতিয়াজ সুমন, ছাত্র নেতা সিয়াম, অর্ণবসহ, মহানগর ছাত্র মৈত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, শনিবার দুপুর দেড়টার দিকে অধ্যক্ষকে জোর করে টেনে হিঁচড়ে পুকুরে ফেলে ইন্সটিটিউটের অধ্যয়নরত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীরা। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অধ্যক্ষ।

বিএ-০৮/০৭-১১ (নিজস্ব প্রতিবেদক)