অবতরণকালে চাকা ফাটলো নভোএয়ারের, অল্পে রক্ষা ৩৩ আরোহী

রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণকালে চাকা ফেটেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি উড়োজাহাজের।

এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ৩৩ আরোহী। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। পরে যাত্রীদের নিরাপদেই বিমান থেকে নামিয়ে আনা হয়।

জানা গেছে, নভোএয়ারের টিআর ৭২-৫০০ উড়োজাহাজটি ৩৩ আরোহী নিয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উড়ান দেয়।

শাহমখদুম বিমানবন্দরে অবতরণকালে উড়োজাহাজটির পিছনের বাম দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

এসময় দক্ষতার সাথে পাইলট পরিস্থিতি সামাল দেন। পরে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় উড়োজাহাজ থেকে।

রাজশাহী থেকে উড়োজাহাজটির ৫৫ আরোহী নিয়ে ঢাকায় ফেরার কথা ছিলো। পরে নভোএয়ারের আরেকটি ফ্লাইটি তাদের ঢাকায় পৌঁছে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেফাতুর রহমান। তবে এনিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

বিএ-০৭/১৭-১১ (নিজস্ব প্রতিবেদক)