রাজশাহীতে শীর্ষ মাদক বিক্রেতা বাবু গ্রেফতার, অস্ত্র-ইয়াবা উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী সুজন আলী বাবুকে (৩০) গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার নামাজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার সুজন আলী বাবু ওই গ্রামের আবুল কালামের ছেলে।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, দুটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি এবং ২ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধারের তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

র‌্যাবের ভাষ্য, সুজন আলী বাবু উপজেলার শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। বুধবার রাতে তার নামে মাদক ও অস্ত্র আইনে আরো দুটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে বুধবার রাতে ওই অভিযান চালায় র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এসময় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয় সুজন আলী বাবুকে।

জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার দায় স্বিকার করে নেন সুজন আলী। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে র‌্যাব।

বিএ-০১/২১-১১ (নিজস্ব প্রতিবেদক)