রাজশাহীর দুই জেলেকে ফেরত দিলো বিএসএফ

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী-বিএসএফ। শুক্রবার বিকেলে বাংলাদেশ সীমান্ত ভাটোপাড়া এলাকার ৪৭/৭ পিলারের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

ওই দুই জেলে হলেন- উপজেলার প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আবদুর রহিম (৫৫) ও একই এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী (৩২)।

বাংলাদেশের প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার মোঃ ফরিদ হোসেন ও ভারতের টিকনার চর বিএসএফ ক্যাম্পের কমান্ডার রাম কুমার এই পতাকা বৈঠকের নেতৃত্ব প্রদান করেন। এই সময় মাটিকাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মোঃ নয়ম আলী উপস্থিত ছিলেন

প্রেমতলী বিজিবির কোম্পানি কমান্ডার মোঃ ফরিদ উদ্দিন দুই জেলেকে ফেরত দেবার বিষয়টি নিশ্চিত করেছে।

বিএ-১০/০৬-১২ (নিজস্ব প্রতিবেদক)