দ্বিতীয় দিনের মতো অনশনে রাজশাহীর পাটকল শ্রমিকরা

দ্বিতীয় দিনে গড়িয়েছে রাজশাহীর পাটকল শ্রমিকদের আমরণ অনশন। নিয়মিত মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই কর্মসূচি শুরু করেন তারা।

তীব্র শীতকে উপেক্ষা করে রাতেও অনশন চালিয়ে গেছেন শ্রমিকরা। জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এই কর্মসূচি।

রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন বলেন, এবার তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে অনাহারে মৃত্যুবরণ করবেন। কিন্তু দাবি বাস্তবায়ন না হলে তারা কর্মসূচি থেকে সরে আসবেন না।

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, নিয়মিত মজুরি না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। সন্তানদের লেখাপড়ার খরচ, ঘরভাড়া দিতে না পেরে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন।

তিনি বলেন, সব সেক্টরে মজুরি কমিশন বাস্তবায়ন হলেও পাটকল শ্রমিকদের বেলায় অনীহা প্রকাশ করা হচ্ছে। মজুরি কমিশন বাস্তবায়ন, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও পিপিপি বাতিলসহ ১১ দফা দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। যতই কষ্ট হোক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।

বিএ-০১/১১-১২ (নিজস্ব প্রতিবেদক)