রাজশাহীতে অবৈধ পুকুর খনন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

রাজশাহীর দুর্গাপুরে টানা দুই দিনের অভিযানে উপজেলার সব অবৈধ পুকুর খনন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুই দিনের এ অভিযানে উপজেলার বিভিন্ন বিলে স্কেভেটর (ভেকু) গাড়ীর ২৬ ব্যাটারী জব্দ করা হয়।

রোববার ও সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধা এ অভিযান পরিচালনা করেন।

থানার পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার নান্দিগ্রামের কালিতলায় পুকুর খননের সময় স্কেভেটর (ভেকু) গাড়ীর ব্যবসায়ী হাফিজুর রহমান (২৮) আটক করা হয়। সে উপজেলার রাতুগ্রামের মনসুর রহমানের পুত্র। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪(খ) ১৫(১) ২০১০ ধারা মোতাবেক হাফিজুরকে ২মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধা।

এ ছাড়াও দুই দিনে (রোববার ও সোমবার) উপজেলার নান্দিগ্রাম কালিতলা, আড়ইল ও বড়ইল বিলসহ বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করে স্কেভেটর (ভেকু) গাড়ীর ২৬টি ব্যাটারী জব্দ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা বলেন, উপজেলার কোথাও ফসলি জমির শ্রেণি বদল করে অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। এসব পুকুর খননের ফলে একসময় উপরের জমিও জলাবদ্ধতার সৃষ্টি হবে। ফলে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

বিএ-১২/০৬-০১ (নিজস্ব প্রতিবেদক)