রাজশাহীতে হিজড়াদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাজশাহীর ৫০ জন হিজড়ার জীবনমান উন্নয়নে ৫০ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে রাজশাহী শিশু অ্যাকাডেমি মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক হামিদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম ও নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেণী। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ। উপস্থিত ছিলেন জেলা শিশু কর্মকর্তা মনজুর কাদেরও।

সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহীর ৫০ জন হিজড়া অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালে তাদের হাতেকলমে বিউটিফিকেশন এবং দর্জির কাজ শেখানো হবে।

প্রশিক্ষণ শেষে তারা বিউটি পার্লার এবং দর্জির দোকানে কাজ করে স্বনির্ভর হতে পারবেন বলে আশা করা হচ্ছে।

বিএ-০৬/১৩-০১ (নিজস্ব প্রতিবেদক)