রাজশাহীতে সাড়ে চার হাজার কম্বল বিতরণ করছে জেলা পরিষদ

রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। এ অবস্থায় রাজশাহী জেলাজুড়ে সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ করছে রাজশাহী জেলা পরিষদ।

জেলা পরিষদের সংশ্লিষ্ট এলাকার সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্যরা এসব কম্বল বিতরণ করবে। এছাড়া জেলা পরিরষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারও মহানগর এলাকায় কম্বল বিতরণে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব পরিষদের ২০ জন সদস্য ও নারী সদস্যদের প্রত্যেককে ১৯০ পিস করে কম্বল বুঝিয়ে দিয়েছেন।

জেলার বিভিন্ন উপজেলায় তারা মোট ৩ হাজার ৮০০ পিস কম্বল বিতরণ করবেন। আর মহানগরের চারটি স্থানে ৭০০ পিস কম্বল বিতরণ করবেন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। বুধবার থেকেই কম্বল বিতরণ শুরু হচ্ছে।

বিএ-১৫/১৪-০১ (নিজস্ব প্রতিবেদক)