রাজশাহীতে পুকুরখননের দায়ে দুইজনের জেল

রাজশাহীর পবায় পুকুরখননের দায়ে দুইজনকে সাতদিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ অদালত।

শনিবার সন্ধ্যায় আটকদের জেল দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পবা সহকারি কমিশনার ভূমি আবুল হায়াত।

আটককৃতরা হলো, উপজেলার পারিলার কয়রা গ্রামের সিদ্দিক আলীর ছেলে শাজাহান আলী (৩০) এবং বড়গাছী ভবানীপুরের নাজিম উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩২)।

গতকাল উপজেলার বড়গাছী ভবানীপুর গ্রামের বিলে পুকুরখনন রোধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। সেখান থেকে অভিযুক্তের আটক করাসহ ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে সাত দিন করে জেল প্রদান হয়।

অভিযানে নেতৃত্ব দেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পবা সহকারি কমিশনার ভূমি আবুল হায়াত। উপস্থিত ছিলেন পবা থানা অফিসার্স ইনচার্জ রেজাউল হাসান।

বিএ-০৮/১৯-০১ (নিজস্ব প্রতিবেদক)