রাজশাহীতে চার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

রাজশাহীতে বিভিন্ন সময় অভিযানে উদ্ধার প্রায় চার কোটি ৬ লাখ ৭৯ হাজার ১৬৫ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের সদর দপ্তরে ঘটা এই মাদক ধ্বংস করা হয়েছে।

সব চেয়ে বেশি ৬৪ হাজার ৯০৫ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। আর আনুমানকি
সিজার মূল্য ২ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকা।

এছাড়া ৫০ লাখ ৫ হাজার ৯০০ টাকার আড়াই কেজি হেরোইন, ১৮ লাখ ১ হাজার ৫০০ টাকার ১ হাজার ২০১ বোতল বিদেশী মদ, ৯ হাজার টাকার সাড়ে ২৬ লিটার দেশি মদ, ৫৯ লাখ ২৮ হাজার টাকার ১৯ হাজার ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ লাখ ১০ হাজার ৩০০ টাকার অনাগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ২১ হাজার টাকার ৪ হাজার ১২৫ পিস ইনজেকশন ধ্বংস করা হয়েছে।

এছাড়া ৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১৪৪ কেজি কীটনশাকও ধ্বংস করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, রাজশাহী শিক্ষাবোর্ডরে চেয়ারম্যান প্রফেসর ড. মকবুল হোসেন, জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ প্রমুখ।

এর আগে সকালে রেলগেইট শহীদ কামারুজ্জামান চত্বর থেকে একটিমাদকবিরোধী র‌্যালি বের হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালিটি বিজিবির ব্যাটালিয়ন সদরে গিয়ে শেষ হয়। এনিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বিএ-০৫/২৩-০১ (নিজস্ব প্রতিবেদক)