রাজশাহীতে জেলি মেশানো চিংড়ি বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা

জেলি পুুশ করে চিংড়ির ওজন বাড়ানোর অভিযোগে রাজশাহীর দুই মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় মঙ্গলবার সকালে সাহেববাজার মাছপট্টিতে এই অভিযান চালায়।

অভিযানে দুই মাছ বিক্রেতা রফিকুল ইসলাম ও রিয়াদকে ৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

তিনি বলেন, অভিযোগ পেয়ে মাছ বাজারে অভিযানে যান তারা। ওই সময় ওই দুই মাছ বিক্রেতার কাছে জেলি পুশ করা চিংড়ি পাওয়া যায়।

রাজশাহীতে এমন কাণ্ড এই প্রথম। এই ঘটনায় ওই দুই মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএ-১৮/২৮-০১ (নিজস্ব প্রতিবেদক)