দেশের প্রত্যেক উপজেলা হতে ১হাজার দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার

বর্তমান সরকারের আমলে প্রতি বছর দেশের প্রত্যেক উপজেলা হতে ১০০০জন দক্ষ কর্মীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রমুখ।

এছাড়াও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে প্রজক্টরের মাধ্যমে পুরো প্রক্রিয়া উপস্থাপন করেন টিটিসি রাজশাহীর কর্মকর্তা আবু সালেহ।

বিএ-০৪/১৮-০২ (নিজস্ব প্রতিবেদক)