‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নে রাসিকের মতবিনিময়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে সামনে রেখে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মহানগরীর অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বাবু বলেন, বায়ু দুষণ রোধে বিশ্বের সেরা নগরীর স্বীকৃতি লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতায় ইতোমধ্যে রাজশাহী দেশের মধ্যে অনন্য নগরীতে পরিণত হয়েছে। নগরীর পরিচ্ছন্ন পরিবেশ ও বায়ুদূষণসহ নানাবিধ কার্যক্রমে এ নগরী বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে সকল অর্জন সম্ভব হয়েছে। আমাদের এ অর্জনকে ধরে রাখতে হবে। আগামীতে এ ধারাবাহিকতা বজায় রাখতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হবে।

মুজিব বর্ষকে সামনে রেখে নগরীতে সারাবছর ব্যাপী রাখা হয়েছে নানান কর্মসূচি এ কমসূচিকে সফল করতে সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষকরা জাতির কান্ডারী। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। দেশের অন্য অঞ্চলের তুলনায় এ এলাকার পরিচ্ছন্ন পরিবেশ প্রশংসা লাভ করেছে। যা আজ অনুকরণীয় নগরী রূপে পরিণত হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে ও মশক নিয়ন্ত্রণে করণীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। তবে সিটি কর্পোরেশন একাজে সহযোগিতা অব্যাহত রাখবে। আগামীতে পলিথিনের বিকল্প ব্যবহৃত সামগ্রী ব্যবহারের অনুরোধ জানান তিনি।

সভায় পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গুরোগ ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে করনীয় বিষয়ে ভিডিও চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ খান। মঞ্চে উপবিস্ট ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, থানা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর মোসাঃ রেহানা আখতার, মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী থানা শিক্ষা অফিসার লাইলা তাসলীমা নাসরীন, সহকারী থানা শিক্ষা অফিসার রোজী খন্দকার। মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে শিক্ষকবৃন্দ উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। মতবিনিময় সভায় নগরীর সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএ-০৬/১৮-০২ (নিজস্ব প্রতিবেদক)