রামেক হাসপাতালে ভারতীয় নাগরিকের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিপ্লব কুণ্ডু (৫০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তাকে রামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বিপ্লব ভারতের দক্ষিণ দিনাজপুরের বিশ্বাসপাড়া নারায়নপুর গ্রামের মৃত বিমল কুন্ডুর ছেলে।

পেশায় তিনি ব্যবসায়ী। তার লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের হস্তান্তর করা হবে।

স্বজনরা জানান, গত ৯ মার্চ স্বপরিবারে শ্যালকের বাড়ি বেড়াতে আসেন বিপ্লব কুণ্ডু। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। এরপর স্বজনরা তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে আসেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন খান বলেন, ময়নাতদন্তের পর মৃত ব্যক্তির লাশ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। এর জন্য কিছু প্রক্রিয়া আছে। সেগুলো সম্পন্ন করতে হবে আগে।

বিএ-০৫/১১-০৩ (নিজস্ব প্রতিবেদক)