রাজশাহীতে কৃষক মাঠ দিবসে করোনা ভাইরাসের বিশেষ নির্দেশনা

রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক পর্যায়ে উন্নত জাতের ডাল, তৈল, ও মসল্লা বীজ উৎপাদন বিষয়ক এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর দয়ের ঘাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে কৃষকদের উন্নত জাতের ডাল, তৈল, ও মসল্লা বীজ উৎপাদনে ভালো বীজ সংরক্ষণ ও বপনের উদ্বুদ্ধ করা হয়।

এছাড়া করোনা ভাইরাসে কৃষকদের আতঙ্কৃত না হয়ে সবাইকে সচেতন হবার বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রাজশাহী জেলা কৃষি কর্মকর্তা মুন্জুরুল হক। উপজেলা কৃষিকর্মকর্তা রাজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা সোনিয়া পারভিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা উপসহকারী কর্মকর্তা আজাদ আলী, স্থানীয় কৃষক ফজলুর রহমান, মোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা সাধারন জাতের ডাল ও শরিষার তুলনায় উন্নত জাতের বীজ সংগ্রহ করে কম সময়ে কম খরচে বেশী ফলন পাবার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠান বিপুল সংখ্যক কৃষক ও স্থানীয় নেতৃবৃন্দর উপস্থিতি ছিলো। অনুষ্ঠান শেষে কৃষকদের বর্তমান করোনা ভাইরাসে বিষয় নিয়ে কৃষকদের আতঙ্কৃত না হবার পরামর্শ দেয়া হয়। এতে সবাইকে সচেতন হবার বিশেষ নির্দেশনা প্রদান করেন অতিথি বৃন্দ।

বিএ-১১/১৬-০৩ (নিজস্ব প্রতিবেদক)