করোনা ভাইরাস: কর্মহীন রাজশাহীর ৪০ হাজার পরিবার

করোনাভাইরাসের জন্য কর্মহীন রাজশাহীর ৪০ হাজার পরিবারকে সহযোগিতা করবে জেলা প্রশাসন। পরিবারগুলোকে চাল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করা হবে।

জানা গেছে, রাজশাহী মহানগরীসহ ৯টি উপজেলার ৪০ হাজার ৪’শ পরিবারকে ৪০৪ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা সহায়তা দেয়া হবে।

রাজশাহী নগরী ও প্রতিটি উপজেলার জন্য বরাদ্দ আছে ৫০ হাজার করে টাকা।

শনিবার জেলা প্রশাসক হামিদুল হক জানান, রাজশাহী নগরীর ৬ হাজার পরিবারের মধ্যে ৬০ মেট্রিক টন চাল দেয়া হবে।

এছাড়াও গোদাগাড়ী উপজেলায় ৪ হাজার ৪’শ পরিবার পাবে ৪৪ টন চাল। তানোর উপজেলায় ৩ হাজার ৬’শ পরিবার পাবে ৩৬ টন চাল। পবা উপজেলার ৪ হাজার পরিবার পাবে ৪০ টন চাল।

অন্যদিকে মোহনপুর উপজেলার ২ হাজার ৮’শ পরিবারের জন্য বরাদ্দ আছে ২৮ টন চাল। বাগমারা উপজেলার ৭ হাজার ২’শ পরিবার পাবে ৭২ টন চাল।

দুর্গাপুর উপজেলার ৩ হাজার ২’শ পরিবারের মাঝে ৩২ টন চাল বিতরণ করা হবে। বাঘায় ৩ হাজার ৬’শ পরিবার পাবে ৩৬ টন চাল।

এছাড়াও পুঠিয়া এবং চারঘাট উপজেলার ২ হাজার ৮’শ করে পরিবার পাবে মোট ৫৬ টন চাল।

জেলা প্রশাসক আরো বলেন, করোনার জন্য আপাতত এসব সহায়তা সরকারের তরফ থেকে পাওয়া গেছে। প্রতিটি উপজেলা প্রশাসনের মাধ্যমে এগুলো বিতরণ করা হবে।

আরও সহায়তা পাওয়া গেলে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন তিনি।।

বিএ-২৪/২৮-০৩ (নিজস্ব প্রতিবেদক)