সরকারি জমিতে ঘর পাচ্ছেন রাজশাহীর সেই বৃদ্ধ

খাস জমিতে পাকা বাড়ি পাচ্ছেন রাজশাহীর সেই বৃদ্ধ। তাকে পুর্নবাসনেরও উদ্যোগ নিচ্ছে উপজেলা প্রশাসন।

কাগজ কুড়ানোর সময় শুক্রবার বিকেলে আতাবুর রহমান (৬৪) নামের ওই বৃদ্ধকে দেখতে পান জেলা প্রশাসক হামিদুল হক।

ওই বৃদ্ধের দিকে এগিয়ে যান ডিসি। এগিয়ে যান অন্যরাও। বিষয়টি দেখে ভয় পেয়ে যান বৃদ্ধ।

ভয় পেয়ে হাতজোড় করে ডিসিকে বৃদ্ধ বলেন, ‘বাবা আমার যদি কোনও ভুল হয়, মাফ করে দেন, আমি আর বাজারে আসব না।’

বৃদ্ধের অসহায় আত্মসমর্পণ দেখে আবেগাপ্লুত হন ডিসি। তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে সহায়তা করেন ডিসি। সেখান থেকে ফিরে বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ডিসি হামিদুল হক। পরে সেটা ভাইরাল হয়ে যায়।

আতাবুর রহমান তানোর পৌরসভার বড়কুঠি এলাকার বাসিন্দা।

শনিবার বিকেলে নিজ কার্যালয়ের ডেকে আতাবুরের হাতে নতুন জামা-কাপড় ও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

তিনি বলেন, ডিসি হামিদুল হকের নির্দেশে বৃদ্ধ আতাবু র রহমানকে খুঁজে আনা হয়। এরপর তার হাতে নতুন জামা-কাপড় ও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেয়া হয়েছে।

ইউএনও জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে খাস জমিতে বাড়ি হবে আতাবুরের। এছাড়াও তাকে পুনর্বাসনের আওতায় আমা হবে।

বিষয়টি নিয়ে ডিসি হামিদুল হক তার সঙ্গে কথা বলেছেন।

বিএ-২৫/২৮-০৩ (নিজস্ব প্রতিবেদক)