করোনা আক্রান্ত সন্দেহে রামেকে ভর্তি জাবি শিক্ষার্থী

নাটোরের বাগাতিপাড়ার বাজিতপুরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার রাত ৮টার দিকে এ্যাম্বুলেন্সযোগে ওই ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরে তাকে আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, গত ১১মার্চ ঢাকাস্থ নিউমার্কেট এলাকায় একজন বিদেশীর সঙ্গে ওই ছাত্রের ধাক্কা লাগে। এরপর সে অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া উপজেলার নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল জানান, বিষয়টি জানার পর আক্রান্ত সন্দেহ ব্যক্তিকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া ওই তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। পাশাপাশি লাল নিশান টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

বিএ-২৮/২৮-০৩ (নিজস্ব প্রতিবেদক)