রাজশাহীতে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাবার বিতরণ

সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহিন হয়েপড়া রাজশাহীর নিম্ন আয়ের মানুষদের মাঝে খাবার বিতরন করেছে কমিউনিটি ইম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক সিইএন ও বাংলাদেশ ন্যাশনাল ক্যডেটকোর বিএনসিসি।

শনিবার দুপুরে রাজশাহী বিএনসিসির মহাস্থানগড় রেজিমেন্টের সেচ্ছাসেবকরা নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকায় এ খাদ্যসামগ্রি বিতরণ করা হয়।

এসময় এ এলাকার প্রায় দু’শ জন দুস্থ মানুষের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলেদেয়া হয়। এতে প্রতিজনকে পাঁচকেজী করে চাল-ডাল ও তেল সাবান দেয়া হয়।

এ সময় বিএনসিসির মহাস্থানগড় রেজিমেন্টের মেজর মোবাস্বের হোসেন চৌধুরী ও মেজর মহসিন উপস্থিত থেকে দুস্থদের এ ত্রান তুলে দেন। বিএনসিসি জানিয়েছে কাজেফেরা না পর্যন্ত নগরীর হতদরিদ্র ও বস্তি এলাকা গুলোয় মাঝেমধ্যে এমন খাদ্যসামগ্রী বিতরন করাবে তারা।

মূলত প্রত্যেক ব্যক্তিকে নিজনিজ অবস্থান থেকে দুস্থদের সহযোগীতা করতে প্রধানমন্ত্রীর আহ্বানে এ উদ্যোগ নেয় বিএনসিসি। এতে বিএনসিসিকে সহায়তা করে সেচ্ছাসেবী সংগঠন কমিউনিটি ইম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক সিইএন।

বিএ-০৫/০৪-০৪ (নিজস্ব প্রতিবেদক)