করোনা রোগী মুক্ত রাজশাহী, কোয়ারেন্টাইনে ২৯৪ জন

রাজশাহী জেলায় এখনও পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের কোন রোগি শনাক্ত হয়নি। তবে জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৯৪ জন। তারা ঢাকা এবং দেশের বাইরে থেকে রাজশাহী এসেছেন। ১৪ দিন তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ২৯৪ জনের মধ্যে রাজশাহী মহানগরীতে ৮৬, বাঘায় ১৩, চারঘাট ৩৪, পুঠিয়া ৩৯, দুর্গাপুর ১৪, বাগমারা ২৮, মোহনপুর ৩৬, তানোর ১১, পবা ১২ ও গোদাগাড়ী উপজেলায় ২০ জন রয়েছেন।

এদের মধ্যে ৭ জন বিদেশ ফেরত। এর মধ্যে ভারত থেকে আসা ৩ এবং নেপাল ও সৌদী আরব থেকে আসা ২ জন করে রয়েছেন। ঢাকা ফেরত মানুষকেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আনা হচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট এক হাজার ১০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ৮১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, যারা বিদেশ ও ঢাকা থেকে আসছেন তারা ১৪ দিন বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। সরকারি নির্দেশনা অমান্য করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বিএ-১৪/০৬-০৪ (নিজস্ব প্রতিবেদক)