জেলা বিএনপির সমাবেশে স্যান্ডেল ছুঁড়াছুঁড়ি

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির জেলা সমাবেশে রুহুল কবির রেজভীর উপস্থিতিতেই স্যান্ডেল ছুঁড়াছুুড়ির ঘটনা ঘটে। বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বক্তব্য দিতে মঞ্চে উঠলেও দ্রুত নেমে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর তিনটায় পুঠিয়া উপজেলার শিবপুর স্কুল মাঠে জেলা বিএনপির আহ্বয়ক আবু সাইদ চান এর সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুগ্মমহাসচিব রুহুল কবির রেজভী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রমুখ।

সমাবেশ শুরুর এক পর্যায়ে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কন্দোল প্রকাশ্যে রুপ নেয়। এসময় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর উপস্থিতে মঞ্চের দিকে জুতা স্যান্ডেল ছুঁড়ে মারে বিএনপি নেতাকর্মীরা।

এরপর নিজেদের মধ্যে হাতাহাতি জোড়ায় নেতাকর্মীরা । পরে স্থানীয় নেতৃবৃন্দ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সমাবেশ শুরু হওয়ার পরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিতে শুরু করেন। একপর্যায়ে বিএনপি নেতা শফিকুল হক মিলনকে বক্তব্য দিতে বলা হয়। তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নিচ থেকে কিছু কর্মী-সমথর্করা স্যান্ডেল ছুঁড়াছুঁড়ি করতে শুরু করেন।

এতে মিলন আর বক্তব্য সংক্ষিপ্ত করেই মঞ্চ থেকে নেমে পড়েন।

এসএইচ-১৬/১২/২২ (নিজস্ব প্রতিবেদক)