সালিসে কাউন্সিলরের পক্ষপাতিত্বে ‘যুবকের আত্মহত্যা’

রাজশাহীতে কাউন্সিলরের পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে গলায় ফাঁস দিয়ে মো. ইয়ামিন নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নগরীর রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার নিজ বাড়িতে আত্মহত্যা করেন ওই যুবক। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ইয়ামিন রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার বাবুর ছেলে।

এদিকে কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলছেন, সালিস হয়েছে একটা মারামারির বিষয় নিয়ে। যেখানে বাদী-বিবাদী কোনো পক্ষেই ওই ইয়ামিন ছিল না। এতে সালিসে ওই যুবকের কোনো সংশ্লিষ্টতা ছিল না।

পরিবারের অভিযোগ, অটোরিকশার পানি গায়ে ছিটকে আসা নিয়ে এলাকার দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর মধ্যে একটা পক্ষ এসে ইয়ামিনের ওপর হামলা করে। এটা নিয়ে সালিস করেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন। তিনি সালিসে পক্ষপাতিত্বমূলক আচরণ করেন। আর সেই সালিসে মনঃক্ষুণ্ণ হয়েই ইয়ামিন আত্মহত্যা করেছেন, দাবি পরিবারের।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর জানান, মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়ামিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাউন্সিলরের বিরুদ্ধে পরিবারের অভিযোগ প্রসঙ্গে ওসি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসএইচ-১৪/১৮/২২ (নিজস্ব প্রতিবেদক)