রাজশাহীতে ফল গবষেণা কেন্দ্রের সাথে চাষীদের মতবিনিময়

ক্রেতাকে ঠকিয়ে হয়তো সাময়িক লাভ করা যায়, কিন্ত র্দীর্ঘমেয়াদে সুনাম ধরে রেখে ব্যবসার জন্য ফলচাষী ও ব্যবসায়ীদের সততার বিকল্প নেই বলে মন্তব্য করেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম।

বুধবার রাজশাহীর পবার কাটাখালী পৌরসভা কার্যালয়ে ফলচাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করনে।

তিনি আরও বলেন, শুধু ভাতের উপর নির্ভরতা দিয়ে পুষ্টিচাহিদা পূরণ করা সম্ভব নয়। সেজন্য ফল খাওয়ার অভ্যাস বাড়াতে হবে।

কাটাখালী অঞ্চলরে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন মৃত্তিকা আয়োজিত এ সভায় ফলচাষী-ব্যবাসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ইয়াছনি মোল্লা, আব্দুল মজদি ও সংরক্ষিত আসনের কাউন্সিলর হোসনে আরা বগেম। সভাপতিত্ব করেন সিসিডি বাংলাদেশের চেয়ারপার্সন ওয়ালিউর রহমান বাবু।

সম্প্রতি ব্রটিশি কাউন্সিল ও সিসিডি বাংলাদেশের সহযোগিতায় লিড বাংলাদেশ প্রকল্পের আওতায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক তরুণ প্রশিক্ষন পেয়েছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সহযোগী হিসেবে টেকসই উন্নয়ন উভীষ্ট-১৬ বিষয়ে সামাজিক উদ্যোগ র্কমসূচি (স্যাপ) বাস্তবায়নে কাজ করছেন।

এসএইচ-০৫/১৪/২২ (নিজস্ব প্রতিবেদক)