র‍্যাব পরিচয়ে গুড় ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি, কথিত সাংবাদিক আটক

রাজশাহীর চারঘাটে এক গুড় ব্যবসায়ীর কাছ থেকে আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয় দিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে তারিক নামে কথিত ওই সাংবাদিককে মেরামতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, বুধবার রাতে অভিযুক্ত কথিত সাংবাদিক তারিকের নেতৃত্বে একটি দল আইন প্রয়োগকারী সংস্থার ভুয়া পরিচয় দিয়ে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের কৃষক ও গুড় ব্যবসায়ী ইব্রাহিম হোসেনের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেয়।

পরে ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বাদী হয়ে বুধবার রাতেই তারিককে প্রধান এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৫-এর সদস্যরা তারিককে মেরামতপুর এলাকা থেকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি আরও জানান, আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

এসএইচ-১২/২৩/২২ (নিজস্ব প্রতিবেদক)