ডেঙ্গু রোগী বাড়ছে রাজশাহীতে

রাজশাহী বিভাগের ৮টি জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিভাগে এখন পর্যন্ত দুইজন ডেঙ্গু রোগী মারা গেছেন।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ২৯৬ জন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রাজশাহী ও বগুড়ায় দুই জন মারা গেছেন। বিভাগের বিভিন্ন জেলা সদর হাসপাতাল ও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে ১৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ১০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ২৬ জন সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৫ জনের রাজশাহীর বাসিন্দা। অধিকাংশ ডেঙ্গু রোগী ঢাকা ফেরত বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সবাইকে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ চিকিৎসকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ইনচার্জ ডা. তানজিলুল বারি।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৭ জন, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, কাহালু ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে মোট ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন। এরমধ্যে মারা গেছেন একজন।

এদিকে, পাবনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সনাক্ত হয়েছে ৭ জনের। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৪ জন। এরমধ্যে বর্তমানে ১৮ জন জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছেন।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে এ পর্যন্ত ১৮ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে চিকিৎসাধীন ৬ জনের মধ্যে ৫ জন গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন বলে জানান সিভিল সার্জন।

আর নাটোরে এখন পর্যন্ত ২৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর হাসপাতাল ও ক্লিনিকে ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

আর নওগাঁয় গত ৭ দিনে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে অধিকাংশ রোগী ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় সদর হাসপাতালে খোলা হয়েছে দুটি ইউনিট। এ পর্যন্ত মোট ১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

তবে সিরাজগঞ্জে এখনও ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক থাকায় মাত্র দুই জন রোগী শনাক্ত হয়েছেন। চিকিৎসকরা তিনদিন পর পর জমে রাখা পাত্রের পানি পরিবর্তন করার পাশাপাশি নিয়মিত মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

এসএইচ-০৭/১৯/২৩ (নিজস্ব প্রতিবেদক)