রাজশাহীতে ট্রাফিক সমন্বয় উই আর স্টুডেন্ট-এর বিজয় মিছিল

রাজশাহীতে পুনরায় আইন শৃঙ্খলা বাহিনী কাজে যোগদান করায় বিজয় মিছিল করেছে ট্রাফিক সমন্বয় উই আর স্টুডেন্ট-এর সদস্যরা।

বুধবার ( ১৪ আগস্ট) সকালে এই উপলক্ষে নগর ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে সাহেব বাজার হয়ে আবার নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের এক দফা বাস্তবায়ন পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর কর্ম বিরতিতে সারাদেশের ন্যায় রাজশাহীর সড়কগুলোতে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করে। এরপর পুনরায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজে যোগদান করায় শিক্ষার্থীদের ওপর অর্পিত দ্বায়িত্ব হস্তান্তরের পর তারা বিজয় মিছিল করেন। এতে বক্তব্য রাখেন ট্রাফিক সমন্বয়ক মোঃ ওলিউল্লাহ । তাদের পরবর্তী কার্যক্রম বাজার নিয়ন্ত্রণ করা বলে তিনি জানান।

এআর-০২/১৫/০৮ (অনলাইন ডেস্ক)