৩ হিজড়া চাঁদা চেয়ে পিটুনি খেয়ে হাসপাতালে

রংপুরের তারাগঞ্জে বিয়ের অনুষ্ঠানে চাঁদা চাওয়ার অভিযোগে তিন হিজড়াকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে গ্রামবাসী।

বৃহস্পতিবার উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতি কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এক বিয়ের অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে চাঁদা নিতে যায় হিজড়াদের তারাগঞ্জ দলের কয়েকজন সদস্য।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। কিন্তু হিজড়া দলের কয়েকজন সদস্য বিয়ে বাড়িতে না গিয়ে পাশের অন্য একটি বাড়িতে টাকা দাবি করে।

তাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও তারা টাকার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে উভয়পক্ষ ক্ষিপ্ত হয়ে হাতাহাতি শুরু করলে অন্যরা এসে হিজড়াদের মারধর করেন। এতে হিজড়া দলের তিনজন আহত হয়।

পরে গ্রামবাসী তাদের কারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন-উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চারআনী গ্রামের পায়েল (২২), কাউনিয়া উপজেলার দিপাশা (১৮) ও গাইবান্ধা জেলার মনি (১৮)।

শুক্রবার  তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অনির্বান মল্লিক বলেন, মারপিটের কারণে আহত তিনজন হিজড়া হাসপাতালে চিকিৎসাধীন।

এসএইচ-২৫/২৩/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)