টাকা নয় বিয়েতে বর-কনেকে দিলেন মাল্টাসহ গাছ

কারও বিয়েতে দাওয়াত পেলে সবাই চেষ্টা করেন সাধ্যমত কিছু উপহার দিতে। অনেক সময় নগদ টাকা অথবা দামি কিংবা কমদামি উপহারও দেওয়া হয়ে থাকে।

মানব সভ্যতার শুরু থেকেই বলা চলে এই প্রথা চলে আসছে। তবে রংপুর নগরীর এক বিয়ে অনুষ্ঠানে শুক্রবার রাতে ব্যতিক্রমী এক উপহার দিয়েছেন একজন নার্সারী মালিক।

বর-কনেকে উপহার হিসেবে দেয়া হয়েছে ফলভর্তি মাল্টা গাছ। ব্যতিক্রমী এই উপহার পেয়ে বর-কনেও খুব খুশি। ঘটনা ঘটেছে রংপুর নগরীর ধাপ শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে।

রংপুরের বুড়িরহাটস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত মতিয়ার রহমান (কবি ও লেখক) এর বড় মেয়ে তৌফিকা রহমান তমা’র বিয়ের অনুষ্ঠান ছিল শুক্রবার। এসময় বর-কনের হাতে উপহার হিসেবে ফলভর্তি মাল্টা গাছ তুলে দেন নার্সারী মালিক তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, আমি সবুজায়নের জন্য সবসময় গুরুত্বপূর্ণ ওষুধি, ফলজ, বনজ গাছ উপহার দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আমি তমা’র বিয়েতে মাল্টাসহ গাছ উপহার দিয়েছি।

এসএইচ-৩০/২৩/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)