অতি গরমে এবার ১০ দিন আগেই বাজারে এসেছে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম। নির্ধারিত সময়ের আগেই বাজারে এসে দেশের গণ্ডি পেরিয়ে হাঁড়িভাঙ্গা আম এখন বিশ্বে ছড়িয়ে পড়েছে।
কৃষি বিপণন অধিদফতর সূত্র জানায়, আসছে রংপুরের হাঁড়িভাঙ্গা আম গত বছর ভারত, ব্রিটেন, তুরস্ক ও আমেরিকাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই সুস্বাদু আম উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। রংপুর অঞ্চলে এবার ৩০ হাজার টন হাঁড়িভাঙ্গা আম উৎপাদনের আশা করা হচ্ছে। বিশ্বখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয় বাংলাদেশ উত্তরের জেলা রংপুরের বিখ্যাত আঁশবিহীন আম হাঁড়িভাঙ্গা।
সংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছরে হাঁড়িভাঙ্গা আমের কারণে উত্তরের জেলা রংপুর হয়ে উঠেছে আমের সাম্রাজ্য। লাভজনক হওয়ায় প্রায় প্রতি বছরই বাগানের বিস্তৃতি ঘটছে। আবহাওয়া অনূকুলে না থাকায় বাগানিদের দাবির পরিপ্রেক্ষিতে ২০ জুনের পরিবর্তে ১০ জুন বাজারে আসতে শুরু করেছে হাঁড়িভাঙ্গা। গ্রীষ্মের প্রথম সপ্তাহের শুরুতে বিক্রেতারা হাঁড়িভাঙ্গা আমের পসরা সাজিয়ে বসেছেন রংপুরের টার্মিনাল হাটে।
এবার প্রকারভেদে পাকা আমের মণ ১৬০০-২০০০, কাঁচা-পাকা আমের দাম ১৫০০-১৭০০ টাকা আর কাঁচা আমের দাম ১৮০০-২২০০ টাকা।
জিআই পণ্য হিসেবে ঘোষিত হতে যাচ্ছে হাঁড়িভাঙ্গা। ব্যবসায়ীদের আম বিতরণ ও বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা হলে পরিবহনসহ সব ক্ষেত্রে মনিটরিং করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান রংপুর সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল হাসান।
তিনি বলেন, আম বিক্রির ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হলে অন্য জেলার আম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।
এসএইচ-১৭/১৩/২৩ (উত্তরাঞ্চল ডেস্ক)