পটুয়াখালীতে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও বিএনপিতে যোগ দেওয়া গোলাম মাওলা রনিসহ ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মতিউল আলম চৌধুরী।
পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমকী): ঋণ খেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে এনপিপির সমুন সন্নামত, জাকের পার্টির আবদুর রশীদ, স্বতন্ত্র আবুল কালাম আজাদ, খবির উদ্দীন ও রেজা হাওলাদারের মনোননয়ও বাতিল করা হয়েছে।
পটুয়াখালী-২ (বাউফল) : এ আসনে বিএনপির শহিদুল আলম তালুকদার, স্বতন্ত্র ড. শফিকুল ইসলাম মাসুদ, মিজানুর রহমান খান ও আবু নাঈম মল্লিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) : এ আসনে আলোচিত সাবেক সংসদ সদস্য সদ্য বিএনপিতে যোগ দেওয়া গোলাম মাওলা রনি ও বিএনপির শাহজাহান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) : এই আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি।
পটুয়াখালীর চারটি আসনে ৩৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।
বিএ-১৫/০২-১২ (আঞ্চলিক ডেস্ক, তথ্যসূত্র: এনটিভি)