গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তাড়াশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৭ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠালে সেখানে আরও দু’জনের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএ-০৮/০৩-১২ (আঞ্চলিক ডেস্ক)