বরিশালে দুই মাথা ও ছয় পাওয়ালা অদ্ভুত এক বাছুরের জন্ম হয়েছে। শুধু তাই নয়, বাছুরটির ১টি লেজের স্থলে ২টি লেজ রয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে নবগ্রাম রোডস্থ ললিত দাসের পোল সংলগ্ন এলাকায় এ নিয়ে হইচই পড়ে গেছে।
তবে গাভীটিকে বাঁচাতে গিয়ে প্রসবের সময় বাছুরটির মৃত্যু হয়েছে। এ নিয়ে দুঃখ প্রকাশ করে মালিক হানিফ গাজী বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে গাভীটি লালনপালন করে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম।
তিনি জানান, সকালে গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়, যা দেখে পশু চিকিৎসক ডাকা হয়। তারা এসে অনেকক্ষণ চেষ্টা করেও মাথা বের করতে না পারলে শঙ্কার সৃষ্টি হয়। পরে ভিন্ন কৌশলে বাছুরটিকে বাইরে বের করে আনা হয়। এতে গাভীটি বেঁচে গেলেও বাছুরটির মৃত্যু হয়।
গাভীটি এর আগেও ২টি বাচ্চা প্রসব করেছে, যা ভালোভাবেই বেড়ে উঠেছে বলে জানান মালিক হানিফ।
বিএ-১৯/০৮-১২ (আঞ্চলিক ডেস্ক)