ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শাকিল (২৫) নামে পুলিশের এক সোর্সকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিলর কাশিনগর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শাকিল পশ্চিম কাশিনগর গ্রামের শহীদ মিয়ার ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা শাকিলকে গলা কেটে হত্যার পর কাশিনগর গ্রামের একটি সড়কে রক্তাক্ত লাশ ফেলে রাখে। সকালে পথচারীরা লাশ পড়ে থাকতে দেখে বিজয়নগর থানা পুলিশে খবর দেন। এর পর দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, হত্যাকাণ্ডে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএ-০৮/০৫-১২ (আঞ্চলিক ডেস্ক)