ধান কাটা নিয়ে ২ কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইলে ধান কাটা নিয়ে বিরোধের জেরে ঈমান আলী (৩৫) ও রুকু মোল্যা (৩৫) নামে দুই কৃষকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নড়াইলের কলাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর ইলিয়াস আলীর সাথে সাবেক মেম্বর ফহম মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকালে ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে পুনরায় বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সাবেক মেম্বর ফহম উদ্দিন পক্ষের কান্দুরী গ্রামের সাদেক মোল্যার ছেলে কৃষক ঈমান আলীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত মেম্বর ফহম মোল্যার ছেলে রুকু মোল্যাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এসএইচ-১১/০৬/১২ (আঞ্চলিক ডেস্ক)